বাসা ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/04/অনৈতিক.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুমিল্লার লাকসাম পৌর শহরে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালানোর দায়ে ৪ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে পৌরসভার দরগাহ রোড পশ্চিমগাও এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় জনপ্রতিনিধি আবু সায়েদ বাচ্চু থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে মজুমদার ভিলার নিচতলায় তল্লাশি করে।
এসময় ভাড়াটিয়া স্বামী-স্ত্রী, এক তরুণী ও একজন খদ্দেরসহ ৪ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয়রা জানান, পৌরশহরে পশ্চিমগাও দরগাহ রোডের ওই বাড়িটিতে গত কয়েক মাস ধরে নিচতলায় বাসা ভাড়া নিয়ে থাকেন মহিন উদ্দিন নামে এক ব্যক্তি ও তার স্ত্রী। ভাড়াটিয়া মহিন উদ্দিনের বাসায় অনেকদিন থেকে পরিচিত ও অপরিচিত অনেক লোক ও পুরুষ-নারীরা যাতায়াত করত।
এলাকাবাসী প্রথমে কিছু মনে না করলেও ধীরে ধীরে তাদের সন্দেহ হয়। সোমবার বিকালে তাদের বাসায় অপরিচিত দুইজন পুরুষ প্রবেশ করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। এসব দেখে স্থানীয় এলাকাবাসী তাদেরকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়।
লাকসাম থানা এসআই মনোজ কান্তি কুরি বলেন, এলাকাবাসীর সহযোগিতায় ওই বাসা থেকে একজন তরুণী, ভাড়াটিয়া মহিন উদ্দিন ও তার স্ত্রী এবং একজন পুরুষকে আটক করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন