বাড়ি নিয়ে মওদুদের নাটক প্রচার হচ্ছে : অ্যাটর্নি জেনারেল

বাড়ি ছাড়া নিয়ে গণমাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের নাটক ভালোভাবে প্রচার হচ্ছে। অথচ আমার বিস্তারিত বক্তব্য প্রচার হচ্ছে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, যে সব বিষয় বলেছি, কিছু কিছু মিডিয়া ছাড়া তা সম্পূর্ণ প্রচার হয়নি। কিন্তু অন্য সবাই যা বলেছে তার সবই প্রচার হয়েছে।

মাহবুবে আলম বলেন, মওদুদের বাড়ির প্রকৃত মালিক একজন প্রবাসী নারী। তিনি মারা যাওয়ার পর বাড়িটি রাষ্ট্রের হয়ে যায়। এই বাড়ি নিয়ে মওদুদ আহমদের সঙ্গে চুক্তি হবার ৫ মাস আগেই মারা যান তিনি। তার কোনো উত্তরসূরী ছিল না। অথচ মৃত মানুষের বিরুদ্ধে মামলা করে তা নিজের নামে করে নিয়েছেন। তিনি কখনোই বলেননি যে, তিনি এই বাসায় ভাড়াটিয়া হিসেবে ঢুকেছেন।

তিনি আরও বলেন, এই বাড়িটি যে ওনার ভাইয়ের না তা মামলায় উঠে এসেছে। সেহেতু ভাইয়ের পক্ষে কি করে তিনি এই বাড়ি দখলে রাখেন?

পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে কোনো আইনজীবী এমন করলে হাত জোর করে ক্ষমা চেয়ে বাড়ি ছেড়ে দিতেন বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।