বাড়েনি নাগরিক সুবিধা, ফের ভোটের প্রস্তুতি জিসিসির

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) হওয়ার পর নগরবাসীর ওপর বাড়তি করের বোঝা চাপলেও বাড়েনি নাগরিক সুযোগ সুবিধা। গত ৫ বছরে প্রত্যাশা ও প্রাপ্তির কোনো মিলও খুঁজে পাননি নগরবাসী।

এর মধ্যেই নগরের নতুন অভিভাবক নির্বাচনে প্রস্তুত হচ্ছে নগরবাসী ও রাজনৈতিক দলগুলো। ১৫ই মে প্রথম ভোট হবে দলীয় প্রতীকে। এবার ভোটার বেড়েছে এক লাখের বেশি।

দেশের নবীনতম সিটি করপোরেশন- গাজীপুর। ২০১৩ সালে গাজীপুর ও টঙ্গীর ৫৭ ওয়ার্ড নিয়ে গঠিত হয় দেশের সবচেয়ে বড় এ করপোরেশন।

নগরবাসীর অভিযোগ, ভোট দিয়ে মেয়র নির্বাচিত করলেও উন্নয়ন বঞ্চিত তারা। বেশিরভাগ সময় কার্যক্রম চলেছে ভারপ্রাপ্ত মেয়র দিয়ে।

অপরিচ্ছন্নতা, তীব্র যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, ভাঙাচোরা সড়ক, পানি, গ্যাস, বিদ্যুৎ সমস্যা আরো বেড়েছে। এর মধ্যেই নতুন মেয়র নির্বাচনে প্রস্তুত হচ্ছেন নগরবাসী।

১৫ মের নির্বাচনকে ঘিরে ভোট যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলোও। নির্বাচন সুষ্ঠু হলে প্রার্থী যেই হোক তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন নগরবাসী।