বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে আওয়ামীলীগের বিক্ষোভ
বিএনপি’র অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহার নেতৃত্বে রবিবার (৩০ জুলাই) বিকেলে পৌর শহরে এ প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।
এতে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
এ উপলক্ষে বিক্ষোভ মিছিলটি গৌরীপুর পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা আাওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষে হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ প্রতিবাদ কর্মসূচীতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন