বিএনপিসহ যে ৮ দল ধানের শীষ প্রতীকে ভোট করবে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত আটটি দলসহ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে বিএনপি।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনকে (ইসি) এক চিঠির মাধ্যমে এ তথ্য জানায় বিএনপির প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে রয়েছেন শায়রুল কবির খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বিজন কান্তি সরকারসহ অনেকে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিম্নলিখিত নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যৌথভাবে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
দলগুলো হলো- বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
আইন অনুযায়ী তফসিল ঘোষণার পর তিনদিনের মধ্যে জানাতে হয়, কোন দল কী প্রতীকে নির্বাচন করবে। রোববার ছিল এর শেষ দিন।
আগামী ২৩ ডিসেম্বর রোববার সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর সোমবার। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর বৃহস্পতিবার। প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর শুক্রবার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন