বিএনপি জামায়াত আবার তাদের পুরনো অপকর্ম জ্বালাও পোড়াও শুরু করেছে – এমপি রিপন
গাইবান্ধার ফুলছড়িতে স্থায়ীভাবে নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন করেছেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাহমুদ হাসান রিপন।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে যমুনা নদীর ডান তীরের ভাঙন হতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কাতলামারী হতে সাঘাটা উপজেলার গোবিন্দী ও হলদিয়া এলাকা রক্ষা (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় স্থায়ীভাবে নদীতীর সংরক্ষণে ২টি প্যাকেজে ৩৮৪ মিটার সিসি বøক কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য (এমপি) মাহমুদ হাসান রিপন।
পরে পূর্ব কাতলামারী গ্রামে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ইসহাক আলী।
গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শেখের স ালনায় এতে বক্তব্য দেন, পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগীয় প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নুরুল আমিন, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান ও ইউপি সদস্য জিহাদুর রহমান মওলা প্রমুখ।
এসময় সাংসদ মাহমুদ হাসান রিপন বলেন, নদী ভাঙন থেকে উড়িয়া ইউনিয়নকে স্থায়ীভাবে রক্ষায় ২ কিলোমিটার স্পার নির্মাণ প্রকল্প একনেকে পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে। চরা লের উন্নয়নে সমীক্ষা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টিতে রাস্তা-ঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান সহ ফুলছড়ি-সাঘাটার প্রত্যেকটি এলাকায় উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছে, কোন লাভ হবে না। আর কয়েকদিন পর জাতীয় নির্বাচন, এতে তারা নিশ্চিত হেরে যাবে। এটা বুঝতে পেরেই ষড়যন্ত্রকারীরা পুলিশ হত্যা করছে, প্রধান বিচারপতির বাস ভবন ও রাজাবাগে হামলা করেছে। এই বিএনপি-জামায়াত জেএমবি সৃষ্টি করেছিল। শায়েখ আব্দুর রহমান ও বাংলা ভাইকে সৃষ্টি করেছিল, তাদের প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি হরতাল ডেকেছিল, মানুষ তা প্রত্যাখান করেছে। হরতালের দিন আমি সাঘাটা ও ফুলছড়ি উপজেলার কোথাও বিএনপি নেতাদের কাউকে দেখি নাই। তারা মাঝে মধ্যে ফেসবুকে একটু করে উকি মেরেছে। আপনারা প্রস্তুত থাকুন, যারা ষড়যন্ত্র করে, উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে তাদের বয়কট করতে হবে।
এরআগে এমপি রিপন গাইবান্ধার সাঘাটা-বারকোনা-জুমারবাড়ী-সোনাতলা সড়কের প্রশস্তকরণসহ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ঘুড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ডাকবাংলা চৌ-মাথায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন