বিএনপি শপথ নেয়ার পর খালেদার মামলায় নতুন গতি

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা হওয়া মামলার আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে খালেদা জিয়াকে দেয়া জরিমানা স্থগিত ও সম্পত্তি জব্দের আদেশে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির এ মামলায় বেগম জিয়াকে সাত বছরের সাজা ও অর্থদণ্ডের রায় দিয়েছিলেন নিন্ম আদালত। আগামী দুই মাসের মধ্যে বিচারিক আদালত থেকে ওই মামলার নথিপত্র উচ্চ আদালতে পাঠাতে বলা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের বেঞ্চ মঙ্গলবার (৩০ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।

একই সঙ্গে উক্ত মামলায় করা খালেদা জিয়ার জামিন আবেদনটি নথিভুক্ত করেছেন আদালত।

শুনানিকালে খালেদার আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, অন্য একটি মামলায় বিচারিক আদালতের রায়ে তাঁর (খালেদা জিয়ার) পাঁচ বছরের সাজা হয়েছিল। উচ্চ আদালতে এ সাজা বেড়েছে। ওই মামলায় জামিন না হলে তিনি মুক্তি পাবেন না। বিষয়টি জরুরি দেখছি না। নথি আসুক, তখন জামিনের আবেদনটি দেখা হবে।