বিএসএফ’র ছোড়া গুলিতে সীমান্তে যুবক গুলিবিদ্ধ
সীমান্তে বিএসএফ’র গুলিতে ফরহাদ হোসেন (৩২) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
গতকাল (২৬ মে) রবিবার রাতে উপজেলার জলুলী সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত ফরহাদ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালি নতুনপাড়া গ্রামের রওশন হোসেনের ছেলে।
এ বিষয়ে স্থানীয়রা জানায়, ফরহাদ হোসেনসহ কয়েকজন মাটিলা সীমান্ত দিয়ে গত রাতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। সেসময় ভারতের চব্বিশপরগনা জেলার রোনঘাট বিএসএফ’র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হয়। তৎক্ষণাত তার সঙ্গীরা তাকে উদ্ধার করে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার বর্ণনা নিশ্চিত করতে গিয়ে, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জুলকার হোসেন বলেন, মহেশপুর সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজন এসেছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর পাঠিয়েছি।
ঘটনা সম্পর্কে অবগত আছেন কীনা এবিষয়ে খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক লে.কর্ণেল এস এম সালেহ উদ্দিন বলেন, আমরা ঘটনাটি শুনেছি। কোথায় কিভাবে হয়েছে তা এই মুহূর্তে সঠিক বলতে পারছি না। তবে খোঁজ খবর চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন