বিজেপির ইশতেহার প্রকাশ
ভারতের লোকসভা নির্বাচন শুরুর তিন দিন আগে দলীয় ইশতেহার প্রকাশ করল বিজেপি। দিল্লিতে অবস্থিত বিজেপির সদর দফতরে নির্বাচনী ইশতেহার ‘সংকল্প পত্র’ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া এসময় উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মতো শীর্ষ নেতারা।
৪৫ পাতার ইশতেহারে ‘নতুন ভারত’-এর জন্য ৭৫টি অঙ্গীকার নেওয়া হয়েছে বলে ঘোষণা করেন অমিত শাহ। একনজরে বিজেপির ইশতেহার।
১. জাতীয়তাবাদে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি।
২. জাতীয় নিরাপত্তা নিয়ে বিজেপি কোনও সমঝোতা করবে না। সামরিক শক্তি বাড়াতে উন্নতমানের সমরাস্ত্র যোগ অব্যাহত থাকবে।
৩. সন্ত্রাস দমনে জিরো টলারেন্স বজায় রাখবে বিজেপি।
৪. সীমান্তপারে অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে সকল ব্যবস্থা করবে বিজেপি।
৫. নাগরিকত্ব সংশোধন বিল পাশ করবে বিজেপিশাসিত সরকার। তবে বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও অস্তিত্বে আঁচ পড়তে দেবে না।
৬. বিজেপির আমলে রাম মন্দির নির্মাণ করা হবে।
৭. ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে। কিষাণ সমৃদ্ধি নিধি প্রকল্পে প্রত্যেক কৃষককে বছরে ৬,০০০ টাকা সাহায্য দেওয়া হবে।
৮. কিষাণ ক্রেডিট কার্ডে নেওয়া ১ লাখ টাকা পর্যন্ত ঋণে এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত সুদ শূন্য শতাংশ।
৯. গ্রামীণ এলাকার উন্নয়নে ২৫ লক্ষ কোটি টাকা খরচ করবে বিজেপিশাসিত সরকার।
১০. ৬০ বছর হলে পেনসন পাবেন ছোট ও প্রান্তিক চাষিরা।
১১. ৬০ বছর হলে পেনসন পাবেন ছোট দোকানদাররা।
১২. অবকাঠামো খাতে ২০২৪ সালের মধ্যে ১০০ লাখ কোটি টাকা বিনিয়োগ করবে বিজেপি।
এছাড়া রবিবারই দলের প্রচার থিম ও ট্যাগলাইন প্রকাশ করেছেন অরুণ জেটলি। এ বার তাঁদের স্লোগান, ‘ফির একবার, মোদী সরকার’। তথ্যসূত্র: এনডিটিভি, দ্য হিন্দু, এই সময়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন