বিয়ের পর মাঠে ফিরলেন মোস্তাফিজ

নিউজিল্যান্ড সফরে বাজে অভিজ্ঞতা শেষে গেল ১৬ মার্চ দেশে ফেরেন বাংলাদেশ ক্রিকেটাররা। সতীর্থদের সঙ্গে ফেরেন মোস্তাফিজুর রহমান। ফিরে এসে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

দেশে ফেরার মাত্র ছয় দিনের মাথায় ২২ মার্চ বিয়ের আনুষ্ঠানিকতা সারেন মোস্তাফিজ। ওই দিন নিজ এলাকা সাতক্ষীরায় কনের বাড়িতে বিয়ে সম্পন্ন করেন তিনি। পাত্রী মামাতো বোন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমু। তাদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

মোস্তাফিজের পারিবারিক সূত্রে জানা গেছে, নিজের মায়ের পছন্দে বিয়ে করেছেন ‘দ্য ফিজ’। ক্রাইস্টচার্চ হামলার দুঃসহ স্মৃতি পেছনে ফেলতে চটজলদি তাকে বিয়ে করানো। ইংল্যান্ড বিশ্বকাপের পর ঘটা করে অনুষ্ঠান করার কথা জানিয়েছে দুপক্ষই।

বিয়ের পর সাতক্ষীরায় নিজ বাড়িতে বিশ্রামে ছিলেন মোস্তাফিজ। বেশ কিছু দিন বিশ্রামে থাকার পর ফের মাঠে ফিরেছেন তিনি। সোমবার চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নামেন তিনি।

গেল সপ্তাহে ঢাকায় আসেন মোস্তাফিজ। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন করেন। ওই সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাটার মাস্টার বলেন, ঢাকায় আসার আগে আমি নিজের এলাকায় অনুশীলন করেছি। আশা করছি, মাঠে ফিরেও ভালো কিছু করতে পারব।

মোস্তাফিজ এখন পর্যন্ত ৪৩টি ওয়ানডে ম্যাচে ৪২ ইনিংসে ২১.৭১ গড়ে ৭৭ উইকেট শিকার করেছেন। তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার ৪৩ রানে ৬ উইকেট। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তাকে টাইগারদের প্রধান বোলিং অস্ত্র হিসেবে ভাবা হচ্ছে। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠবে ক্রিকেটের সর্বোচ্চ আসরের।