বিদ্যুৎসহ সবকিছুর দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ : টুকু

সরকার জনগণকে খুশি করতে ভুল পন্থা গ্রহণ করে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আসাদ গেটে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

টুকু বলেন, সরকার নিজেই প্রজ্ঞাপন দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে। সরকারের ভুল সিদ্ধান্তের কারণে জনগণকে মাশুল দিতে হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এনার্জি কমিশনকে পাশ কাটিয়ে বিদ্যুতের দাম বাড়ার কারণে দেশে কৃষিপণ্যের উৎপাদন খরচ বেড়ে যাবে।

তিনি বলেন, দুর্নীতি করতে, দরিদ্রকে আরও দরিদ্র বানাতে গণবিরোধী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএফএম) সংস্কার পরামর্শের কারণে বিদ্যুতের দাম আরও বাড়তে পারে।

টুকু আরও বলেন, বিদ্যুৎসহ সবকিছুর দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমান সরকার অস্ত্রের ভাষায় কথা বলে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। উসকানি দিয়ে মারামারি লাগাতে বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিচ্ছে তারা।