বিদ্রোহী আত্মা || আবদুল হাই ইদ্রিছী

বিদ্রোহী আত্মা
-আবদুল হাই ইদ্রিছী


মানবতাহীন চির পরাজয় আজ সবখানে
সত্য সুন্দর সমাজ চাচ্ছো তুমি তপ্ত প্রাণে।
অবিরাম যাচ্ছো লড়ে কলমের-ই শক্তিতে
কখনো দেখিনি কোথাও বাতিলের ভক্তিতে।

অন্ধকারে আলোর মশাল দিচ্ছো তুমি জ্বেলে
ধন্য তুমি ধন্য জাতি ধন্য মায়ের ছেলে।
শব্দ দিয়ে প্রাসাদ গড়ে এই প্রাসাদে থাকো
দেশ ও জাতির ভালবাসা হৃদয় মাঝে রাখো।

স্বপ্ন দেখো স্বপ্ন দেখাও স্বপ্ন থাকো চাষে
আলোকিত একটি সমাজ গড়ে তোলার আশে।
পাও বা না পাও, খাও বা না খাও, হাসি রাখো মুখে
ব্যথাগুলো আড়াল করে দেখাও আছো সুখে।

তোমার কাব্য ‘হৃদয় দিয়ে আগুন’ ‘দাহন বেলায়’
‘নেচে ওঠা সমুদ্র’ মনে বিদ্রোহী গান গায়।
‘বৃষ্টি ছুঁয়েছে মনের মৃত্তিকা’ ‘আমার ছড়া’
‘পাথরে পারদ জ্বলে’ যেমন আগুনে গড়া।

হাজী শরীয়তুল্লাহ্, তিতুমীর, নজরুল নিয়ে
লিখেছো তোমার গবেষনার শক্ত হাত দিয়ে।
তোমার ‘বিপ্লবের ঘোড়া’ ‘সাগর ভাঙার দিন’ পড়ে
কিশোররা ‘স্বপ্নের ঠিকানা’ দিয়ে স্বপ্ন গড়ে।

হাতে কলম মুখে হাসি বুকে সাহস নিয়ে
রক্ত সাগর দিচ্ছো পাড়ি বিশ্বাসী মন দিয়ে।
শক্ত হাতে রাখো কলম থাকো বীরের বেশে
জয়টা তোমার আসবে জেনো সোনার নায়ে ভেসে।

ওগো কবি প্রেমের ছবি মোশাররফ হোসেন খান
জাতির তরে তুমি হলে আল্লাহ তায়ালার দান।
বিজলী বেগে চালাও কলম সত্য ন্যায়ের পথে
পাক না জাতি পথের দিশা তোমার কাব্য হতে।