বিপর্যয়ে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে তার সিদ্ধান্ত যৌক্তিক প্রমাণ করতে পারছেন না ব্যাটসম্যানরা।
শুরুতে ফিরেছিলেন বিজয়। এর পর সাজঘরের পথ ধরেছিলেন সাকিব ও তামিম। শেষ ব্যাটসম্যান হিসেবে যাওয়া-আসার মিছিলে যোগ দিলেন মাহমুদউল্লাহ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ১০ রান নিয়ে আশার ভরসা হয়ে আছেন মুশফিকুর রহিম। ১ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন সাব্বির রহমান।
ইনিংসের তৃতীয় ওভারে রানের খাতা খোলার আগেই সুরঙ্গা লাকমলের বলে প্লেড অন হয়ে ফেরেন বিজয়। এ নিয়ে টুর্নামেন্টে টানা চার ম্যাচে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হলেন এ ওপেনার।
ক্রিজে এসে পর পর দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন সাকিব। তবে এদিন ব্যর্থ তিনি। অতিরিক্ত চড়া হয়ে খেলতে গিয়ে দানুশকা গুনাথিলাকার অসাধারণ থ্রোতে রানআউটে কাটা পড়ে ফেরেন তিনি।
ভরসা হয়ে ছিলেন তামিম। কিন্তু এ ম্যাচে ইনিংসের ভিত গড়তে ব্যর্থ ড্যাশিং ওপেনারও। এক বল পরই ব্যাকওয়ার্ড পয়েন্টে গুনাথিলাকার দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি।
এ ম্যাচ জিতলে ফাইনালে উঠবে শ্রীলংকা। হারলেও ফাইনালে ওঠার দরজা খোলা থাকবে লংকানদের (০.৯৮৯)। এক্ষেত্রে জিম্বাবুয়ের (-১.০৮৭) চেয়ে নেট রানরেটে এগিয়ে থাকত হবে দিনেশ চান্দিমালের দলকে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আবুল হাসান রাজু, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
শ্রীলংকা দল: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, লক্ষণ সান্দাকান, দুশমন্থ চামিরা ও সুরঙ্গা লাকমল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন