বিশ্বকাপের এক মাস যুদ্ধবিরতি চাইলেন ফিফা সভাপতি
ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের প্রথম পর্ব শেষে নেতারা এখন লাঞ্চের জন্য বসছেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সম্মেলনের হোস্ট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বিশ্ব নেতাদের কাছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রসিডেন্ট থমাস বেক এবং আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পরিচয় করিয়ে দেন।
কাতার বিশ্বকাপ শুরুর আর পাঁচ দিন বাকি। বিশ্ব নেতাদের কাছে ফিফা সভাপতি শান্তির অঙ্গীকার করেছেন। টুর্নামেন্টের একমাস তিনি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘খেলার থেকে ফুটবল আরও বেশি কিছু। এর ব্যাপক সামাজিক প্রভাব রয়েছে। এটা একটা আবেগ (প্যাসন), সহিষ্ণুতা, অন্তুর্ভুক্তি এবং শিক্ষা।’
জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বকে ঐক্যবদ্ধ করে ফুটবল। ওয়ার্ল্ড কাপ মানুষকে শান্তিতে ঐক্যবদ্ধ করার একটি উপলক্ষ। বিশ্বের বর্তমান হাঙ্গাময়পূর্ণ সময়ে ফুটবলের মতো বিষয় প্রয়োজন।
সূত্র: গার্ডিয়ান
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন