বিশ্বে সবচেয়ে অলস কুয়েতের মানুষ

বিশ্বে কোন দেশের মানুষ কতটা কর্মক্ষম তার একটা চিত্র প্রকাশ পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এক সমীক্ষায়। ওই সমীক্ষার রির্পোট প্রকাশিত হয়েছে বিশিষ্ট মেডিক্যাল জার্নাল ল্যানসেটে। সমীক্ষার রির্পোট অনুযায়ী, উগান্ডা সবচেয়ে কর্মঠ দেশ। দেশটির মানুষ বিশ্বের সবচেয়ে পরিশ্রমী।

সেখানকার মাত্র ৫ দশমিক ৫ শতাংশ মানুষ অলস। তবে বাকি ৯৪ দশমিক ৫ শতাংশ মানুষই পরিশ্রমী। সমীক্ষায় দেখা গেছে, তালিকায় একেবারে শেষে রয়েছে কুয়েত। সে দেশের ৬৭ শতাংশ মানুষ তেমন কোনও কাজ করতে ইচ্ছুক নন।

একই রকমভাবে কুয়েতের মতো কাজ করতে অনিচ্ছুক সৌদি আরব, আমেরিকার সামোয়া দ্বীপের মানুষ এবং ইরাকসহ আরও বেশ কিছু দেশের মানুষ। এসব দেশের অর্ধেক মানুষই কাজ করতে চান না।

অলস দেশের তালিকায় শীর্ষে রয়েছে, কুয়েত, আমেরিকান সামোয়া, সৌদি আরব, ইরাক, ব্রাজিল, কোস্টারিকা, সাইপ্রাস, সুরিন্যাম, কলম্বিয়া এবং মার্শাল আইল্যান্ডস।

অপরদিকে, পরিশ্রমী দেশের তালিকায় থাকা শীর্ষ ১০টি দেশ হচ্ছে উগান্ডা, মোজাম্বিক, লেসোথো, তানজানিয়া, নিউয়ে, ভানুয়াতু, টোগো, কম্বোডিয়া, মিয়ানমার এবং তোকেলাউ।

হু-র ওই সমীক্ষা রির্পোট অনুযায়ী, ১৬৮টি দেশের মধ্যে ১৫৯ দেশের মেয়েরা পুরুষদের তুলনায় বেশি কর্মক্ষম। মোট ১৯ লাখ মানুষের ওপরে ওই সমীক্ষা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্থান ১৪৩, ব্রিটেন রয়েছে ১২৩, সিঙ্গাপুর রয়েছে ১২৬ এবং অস্ট্রেলিয়ার অবস্থান ৯৭।