বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পাদনে প্রয়োজনীয় নিদের্শনা
আগামী ১৩-১৫ জানুয়ারি বিশ্ব ইজতেমা-২০২৩ সুষ্ঠুভাবে সম্পাদনে ও আগত মুসল্লিগণের সুবিধার্থে আইন-শৃংঙ্খলা রক্ষাসহ ইজতেমার সার্বিক নিরাপত্তায় সংশ্লিষ্ট সকলের প্রতি প্রয়োজনীয় নিদের্শনাঃ
*শীতের সংবেদনশীলতা ও শৈত্য প্রবাহের বর্তমান তীব্রতা বিবেচনা করে অংশগ্রহণকারীদেরকে পর্যাপ্ত শীতবস্ত্র যেমন- কম্বল, মাফলার, কানটুপি, গরম কাপড়, মোজা, গ্লাভস ইত্যাদি ব্যবহারে অনুপ্রাণিত করা;
*বর্তমান করোনা পরিস্থিতি অনুধাবন করে অংশগ্রহণকারীদের মাস্ক পরার পরামর্শ প্রদান ;
*উষ্ণ পানির সুবিধা, চিকিৎসক সুবিধা, শীতের আক্রমণ মোকাবেলায় পর্যাপ্ত ওষুধ, গুরুতর অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে অবিলম্বে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ও সরবরাহ নিশ্চিত করা।
বৃহস্পতিবার (৫ জানুয়ারী) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন