বিয়ের অনুষ্ঠানে হঠাৎ ডোনাল্ড ট্রাম্প
ওয়াশিংটনে হোয়াইট হাউস থেকে মাত্র দুই কিলোমিটার দূরে এক বিয়ের অনুষ্ঠানে হঠাৎ হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এ ব্যক্তির আকস্মিক উপস্থিতিতে চমকে ওঠেন আমন্ত্রিত অতিথিরা।
বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠানে কনে ক্রিস্টিন পিয়াতোস্কি ও বর টাকার গ্নাদিলও খুশি মার্কিন প্রেসিডেন্টকে পেয়ে। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির বেডমিন্সটার টাউনশিপের ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ট্রাম্পের আগমন সম্পর্কে জানতেন না। ট্রাম্প আসার কয়েক মিনিট আগে জানতে পারেন তারা। কারণ, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার আসার পথ পরিষ্কার করে দেন।
ডোনাল ট্রাম্প সেখানে গিয়ে বর ও কনের নাম জানতে চান এবং তাদের সঙ্গে ছবি তুলতে দাঁড়িয়ে যান। পরে ট্রাম্প নিজ স্বাক্ষরসহ ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ লেখা কয়েকটি ক্যাপ উপস্থিত অতিথিদের উপহার দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন