বেনাপোলে ধানক্ষেত থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

যশোরের বেনাপোলে সজীব গাজী (১৯) নামে এক ইজিবাইক চালকে জবাই করে হত্যার পর ধানক্ষেতে ফেলে রেখে তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে।

বুধবার (১৮ অক্টোবর) রাতে বেনাপোল পোর্ট থানার খড়িডাংগা গ্রামের সড়কের পাশে ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জবাই করা এক যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সজীব একজন গরীব পরিবারের সন্তান। সে ইজিবাইক চালিয়ে সংসার চালাত। এজন্য সজীব সারাদিন রাস্তায় ইজিবাইক চালায়। রাত ১০-১১ টার দিকে বাড়ি ফিরে আসে। গেলো রাতে সজীব বাড়ি ফিরে আসিনি। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, ধারণা করা হচ্ছে রাতের যেকোন সময় দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সজীব তাদের বাধা দেয়। এক পর্যায়ে তাকে জবাই করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। দূর্বৃত্তদের আটক এবং ইজিবাইক উদ্ধারে অভিযান চলছে বলে ওসি জানান।