বেনাপোল দিয়ে ভারতকে আরো ৪ ট্রাক করোনার ওষুধ পাঠালো বাংলাদেশ

প্রতিবেশী দেশ ভারতে ভয়াবহ করোনা সংক্রমণ পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় চালানে মঙ্গলবার (১৮ মে) করোনা চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে এমন চার ট্রাক ওষুধ ভারত সরকারকে উপহার পাঠানো হয়। এর আগে গত ৬ মে ১০ হাজার পিস করোনা প্রতিশেষক ইনজেকশন ভারতকে উপহার দেয় বাংলাদেশ।

যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে মঙ্গলবার (১৮ মে) দুপুর ১টার পর চারটি ট্রাক করে ওষুধ ভারতের পেট্রাপোল বন্দরে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

এর আগে ওষুধ বোঝাই ৪টি ট্রাক ভারতে প্রবেশের জন্য বেনাপোলে বন্দরে অপেক্ষায় থাকতে দেখা যায়। আর আনুষ্ঠানিকভাবে ওষুধ গ্রহণের জন্য ওপারে ভারতীয় কর্তৃপক্ষ অপেক্ষায় ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা আবু তাহের জানান, ৪টি ট্রাকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের করোনা প্রতিরোধী ইনজেকশন, ক্যাপসুল, হ্যান্ড স্যানিটাইজারসহ ১৮ প্রকারের ওষুধ রয়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট রবি এন্টার ন্যাশনালের সত্ত্বাধিকারী রবিউল ইসলাম রবি জানান, কাস্টমস ও বন্দরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতে ট্রাক প্রবেশ করে।