বেরোবিতে ৫৩ তম সিন্ডিকেট সভা আগামীকাল
বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন উপাচার্যের প্রথম এবং বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সিন্ডিকেট অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রবিবার। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্যের একান্ত সচিব মো. আমিনুর রহমান ও জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
এ সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রস্তাবিত বাজেট, ২০১৭-১৮ সনের ভর্তি পরীক্ষা, সম্প্রতি গঠিত বিভিন্ন কমিটিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে বলে জানা গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, এটি উপাচার্যের প্রথম সিন্ডিকেট। আমরা প্রত্যাশা রাখি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এবং বিভিন্ন সমস্যা দূরীকরণে অনেক বিষয়েই উঠে আসবে এই সিন্ডিকেট সভায়।
তবে এ বিষয়ে জানতে উপাচার্যের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য যে, গত জানুয়ারি মাসে সাবেক উপাচার্য ড. একে এম নূর-উন-নবীর সময়ে শেষ সভা ছিলো ৫২ তম সিন্ডিকেট। এর পর দীর্ঘ পাঁচমাসেও কোনো সিন্ডিকেট সভা ডাকা হয়নি বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন