বেলকুচিতে বাড়ীর গেট নির্মাণে বাঁধা দেয়ায় হামলায় নারীসহ আহত ৩

সিরাজগঞ্জ বেলকুচিতে বাড়ীর সীমানা প্রাচীর ও গেট নির্মাণে বাঁধা দেয়ায় পতিপক্ষের হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় থানায় এজাহার দিয়েছে ভুক্তভোগি।

ঘটনাটি মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে ঘটে। আহতরা হলেন, ঐ গ্রামের মৃত সোবাহান সরকারের দুই ছেলে হেলাল উদ্দিন সরকার ও খায়রুল সরকার এবং খায়রুলের স্ত্রী তাসলিমা বেগম।

মামলার এজাহার সুত্রে জানা যায়, হেলাল উদ্দিন সরকারের বাড়ীর সীমানার ভিতর দিয়ে প্রতিবেশি আতাউর রহমান সবুজ বাড়ীর গেট ও সিমানা নির্মাণ করছিলেন। নির্মাণে বাঁধা দেয়ায়, সবুজসহ তার দুই ছেলে ও স্ত্রী দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা চালিয়ে ৩ জনকে রক্তাক্ত যখম করে। আহতরা সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।