বেলকুচিতে বিভিন্ন স্থানে স্বতন্ত্রপ্রার্থী ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ!
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌর এলাকার চালা, গাড়ামাসী, শেলবরিষা, উত্তর বানিয়াগাঁতী, তামাইসহ বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ উপলক্ষ্যে নির্বাচনী গণসংযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) দিনব্যাপী বেলকুচি উপজেলার উত্তর চন্দনগাঁতী, শেলবরিষা, বানিয়াগাঁতী, পৌর এলাকার চালা, গাড়ামাসীসহ বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের গণসংযোগ করা হয়। নির্বাচনী গণসংযোগে সফর সঙ্গী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাসহ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ ঈগল প্রতীকের গণসংযোগ করেন।
এসময় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি সকলকে নির্ভয়ে নির্বিগ্নে সবাই ঈগল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। প্রশাসনের সকল পর্যায়ের ব্যক্তিবর্গ নির্বাচনে থাকবেন এবং সবাই যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে তারা কাজ করছেন। প্রতিপক্ষের হুমকি ধামকিতে কোন ভয় পাবেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে কাজ করছেন। কারও সাধ্য নেই একটি ভোট নয়ছয় করার।
৭ তারিখে সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের নির্বাচনে ঈগল প্রতীকের ভোটের গণ জোয়ার বইছে। তাই লতিফ বিশ্বাসের ঈগল প্রতীকে ভোট দিয়ে ভোট বিপ্লবের মাধ্যমে হাইব্রিড মুক্ত করতে হবে। উন্নয়ন বঞ্চিত সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ঈগল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন