বেলজিয়ামের রানি কক্সবাজারে
বাংলাদেশে সফররত বেলজিয়ামের রানি মাথিল্ডে ৮ ঘণ্টার সফরে কক্সবাজার পৌঁছেছেন। মঙ্গলবার সকাল ১০টায় একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়কপথে রোহিঙ্গা ক্যাম্পের পথে রওয়ানা দেয় তার গাড়িবহর।
বেলজিয়ামের রানির আগমনকে কেন্দ্র করে পর্যটন নগরী কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।
সোমবার সকালে এক বিশেষ বিমানে বেলজিয়ামের রানি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী একে আবুল মোমেন ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ তাকে স্বাগত জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন