সাতক্ষীরার কলারোয়ায় ভোর থেকে ঘন কুয়াশা, দুপুরেও দেখা মেলেনি সূর্য মামার

ঘড়ির কাটায় বেলা প্রায় ১২টা। এখনো সূর্য মামার চেহারা দেখা মেলেনি। সাতক্ষীরার কলারোয়ায় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) মেঘলা আকাশ আর ঘন কুয়াশায় দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত রোদ ওঠেনি।

এদিন ভোর থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতে দেখা যায় গোটা এলাকা। সকাল ১১টা পর্যন্ত কুয়াশা আর শিশিরের চকচক বিন্দুতে মুখিয়ে থাকে প্রকৃতি। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কমলেও দুপুরেও মেঘলা আকাশ থাকায় সূর্যের দেখা মেলেনি, ফলে রোদও লুকিয়েছে ঘোমটা দিয়ে।

ভোর থেকে কুমড়ো-বড়ির দেয়ার কাজে ব্যস্ত থাকা নারীরা বারবার জানতে চান কখন রোদ উঠতে পারে। আবহাওয়ার খবর দেখতে তাদের দারস্থ হতে দেখা যায় ইন্টারনেট আর গুগলে। বিভিন্ন শ্রেনিপেশার মানুষ কুয়াশা আর মেঘাচ্ছন্ন পরিবেশেই যার যার কাজে কর্মব্যস্ত হতে শুরু করেন সকাল থেকেই।

এরই মাঝে শীতের প্রকোপ কিছুটা কমতে শুরু করেছে। সবমিলিয়ে শীত মৌসুম চলে যাওয়ার প্রাক্কালে এদিন হালকা শীতে ঘন কুয়াশার প্রাকৃতিক পরিবেশ ছিলে বেশ চমৎকার।