বেড়াতে এসে ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় হঠাৎ ঝড়ে গাছচাপা পড়ে অঞ্জু রানী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শরণখোলা উপজেলার লাকুড়তলা গ্রামে সুনীল হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
বেড়াতে এসে গাছচাপায় নারীর মৃত্যু
জানা যায়, নিহত অঞ্জু রানী উপজেলার ধানসাগর গ্রামের মৃত বিধান দেউরীর স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান বাদল নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার শরণখোলা উপজেলার লাকুড়তলা গ্রামে ভাই সুনীল হাওলাদারের বাড়িতে বেড়াতে আসেন অঞ্জু রানী।
রোববার সন্ধ্যায় হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ের সময় ঘরের বাইরে ছিলেন অঞ্জু রানী। এ সময় বাড়ির ওঠানের পাশের একটি নারকেল গাছ ভেঙে পড়ে অঞ্জু রানীর ওপর। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইয়েদুর রহমান বলেন, ‘ঝড়ের সময় গাছচাপা পড়ে অঞ্জু রানী নামে এক নারীর মৃত্যুর খবর শুনেছি।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন