বোকো হারামের হামলায় ৩০ সেনাসদস্য নিহত

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় ৩০ সেনা সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালালে ৩০ সেনা সদস্য নিহত হন।

বৃহস্পতিবার বিকালে এ হামলার ঘটনা ঘটে বলে দুটি সূত্র শনিবার এএফপিকে জানিয়েছে।

আল জাজিরা জানায়, বর্নো প্রদেশের জারি গ্রামে ওই ঘাঁটি ঘিরে অবস্থান নেয় বোকো হারাম সদস্যরা। একপর্যায়ে সেনাসদস্যদের সঙ্গে তীব্র লড়াইয়ের পর তারা সেই ঘাঁটি দখলে নেয়।

সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, ট্রাকে করে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বিপুল সংখ্যক বোকো হারাম সদস্য ঘাটিতে আসে। ঘণ্টাব্যাপী লড়াইয়ের পর জঙ্গিরা ঘাটি দখল নেয়।

পরে বিমান সেনাদের সহায়তায় ঘাঁটি উদ্ধার করতে সক্ষম হলেও বোকো হারামের সদস্যরা যাওয়ার সময় অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে যায় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা।

ধারণা করা হয়, এর আগেও গত মাসে বোকো হারাম সদস্যরা একটি সেনা ক্যাম্পে হামলা চালায়। এতে ১৭ সৈন্য নিহত হওয়ার পাশাপাশি আহত হন ১৪ জন।