বোরকা নিষিদ্ধ হচ্ছে অস্ট্রিয়ায়
জনসমাগমের স্থানে প্রকাশ্যে বোরকা পরা নিষিদ্ধ করে একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে অস্ট্রিয়া। এরইমধ্যে আইনের খসড়াটি দেশটির ‘ফেডারেল ল গেজেটে’ উত্থাপিত হয়েছে।
প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের বেলেনের অনুমোদনের পর আইনটি চালু হবে। ১ অক্টোবর ২০১৭ নাগাদ আইনটি চালু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই আইন আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের ই্উরোপের মূল্যবোধ ও জার্মান ভাষার ওপর দক্ষতা অর্জনে দীর্ঘস্থায়ী পরিকল্পনা প্রণয়নেও বাধ্য করবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন