ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা করলেন মাসুদা ভাট্টি
ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মানহানি মামলা করেছেন সাংবাদিক মাসুদা ভাট্টি।
রোববার দুপুরে মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে এ মামলা দায়েন করেন তিনি।
আদালত মাসুদা ভাট্টির জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
‘গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের একটি আলোচনায় অংশ নেন দৈনিক আমাদের অর্থনীতির জ্যেষ্ঠ নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টি এবং বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সায়ন্ত।’
উপস্থাপক মিথিলা ফারজানা ব্যারিস্টার মঈনুল হোসেনকে যুক্ত করার পর মাসুদা ভাট্টি তার কাছে একটি প্রশ্ন করতে চান এবং জানতে চান- সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আপনাকে শিবিরের একটি জনসভায় অংশ নিতে দেখা গেছে এবং সে কারণেই অনেকেই প্রশ্ন করেছেন যে, আপনি কি জামায়াতের প্রতিনিধি হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টে উপস্থিত থাকছেন কিনা?’
‘প্রশ্নটি শেষ করার আগেই ব্যারিস্টার মঈনুল হোসেন ক্ষিপ্ত হয়ে যান এবং বলেন, আপনার, সাহসের প্রশংসা করতে হয়। তবে আমি, আপনাকে একজন চরিত্রহীন বলে মনে করতে চাই।’
এঘটনায় ব্যাপক সমালোচনার পর ব্যারিস্টার মইনুল হোসেন ফোনে ভাট্টির কাছে ক্ষমা চান। তবে এটি যথেষ্ট নয় বলে প্রকাশ্যে তাকে ক্ষমা চাওয়ার জন্য বলেন মামুদা ভাট্টিসহ দেশের বিশিষ্ট জনরা।
প্রকাশ্য ক্ষমা না চাওয়ায় আজ মানহানি এ মামলা করেন আদালতে মাসুদা ভাট্টি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন