ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
            
                     
                        
       		ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে বড় হরণ গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত সায়মন (১১) ওই গ্রামের শাহ আলমের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, সায়মন সকালে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর মরদেহ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




