মানিকগঞ্জে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের শোলধারা গ্রামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে সাড়ে পাঁচটার দিকে ঘিওর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

জানা গেছে, নিহত সুমি আক্তার (২২) শোলধারা গ্রামের রূপক আহমেদের (২৮) স্ত্রী এবং একই ইউনিয়নের কাকজোড় এলাকার রহম আলীর মেয়ে। রূপক মানিকগঞ্জ জজ কোর্টের মুহুরি এবং মৃত রশিদ মিয়া ও রওশনারা বেগমের ছেলে।

সুমির স্বজনরা অভিযোগ করছেন, দুই মাস আগে আড়াই লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণ যৌতুক দিয়ে রূপকের সাথে সুমির পারিবারিকভাবে বিয়ে হয়। স্বামী রূপকই সুমিকে হত্যা করেছে। এর সাথে তার মাও জড়িত থাকতে পারে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমদ বিপ্লব জানান, দুপুরের দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে শোলধারা গ্রামে রুপকের বাড়িতে গিয়ে ঘরের ভেতর হাত-পা বাঁধা সুমির গলাকাটা মরদেহ দেখতে পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাস্থলে নিহতের স্বামী ও তার শাশুড়িকে পাওয়া যায়নি। হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে বলেও জানান তিনি।