ভারতের পাঞ্জাবে স্বর্ণ মন্দিরের কাছে আবারও ভয়াবহ বিস্ফোরণ, গ্রেপ্তার পাঁচ
ভারতের অমৃতসরে স্বর্ণ মন্দিরের কাছে আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত পাঁচ দিনের মধ্যে এটি ছিল তৃতীয় বিস্ফোরণ। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অমৃতসরের হেরিটেজ স্ট্রিটের কাছে বুধবার রাত ১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শিখ ধর্মের অনুসারীদের কাছে এটি একটি পবিত্র স্থান।
পুলিশ জানায়, সেখানে বিস্ফোরণের তীব্রতা খুব একটা বেশি ছিল না। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা নৌনিহাল সিং বলেন, এলাকাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটি ফরেনসিক দল সেখানে কাজ করছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ বৃহস্পতিবার পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। তবে তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
এরইমধ্যে রাষ্ট্ৰীয় অনুসন্ধান সংস্থা (এনআইএ) এবং পাঞ্জাব পুলিশ বিস্ফোরণের স্থান থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে।
একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ঘটনাটি তদন্ত করবে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ জানার চেষ্টা করবে বলে পুলিশ জানিয়েছে।
তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে, বিস্ফোরণে কোনো ট্রিগারিং মেকানিজম ব্যবহার করা হয়নি।
এর আগে প্রথম বিস্ফোরণটি ঘটে ৬ মে এবং দ্বিতীয়টি ঘটে সোমবার। পুলিশ এখন পর্যন্ত সেসব বিস্ফোরণেও কারণ জানাতে পারেনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন