ভারতে ঝড় ও বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬
ভারতের উত্তর-পশ্চিম প্রদেশে ঝড় ও বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। খবর ডেইলি সাবা।
সোমাবার রাতে ঝড়-প্রবলবেগে বাতাসে গাছ উপড়ে ও বৈদ্যুতিক খাম্বা উপড়ে ছাদ এবং অন্যান্য অস্থায়ী অবকাঠামো ধ্বংস করে।
ভারতের পশ্চিম রাজ্য বিহারে ১৯ জন মারা যায় এর মধ্যে ১১ জন বজ্রপাতে নিহত হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় দুযোর্গ ব্যবস্থাপনা সংস্থা।
গণমাধ্যমে বলা হয়, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে বজ্রপাতে ১২ জন মারা গেছে এবং ২৮ জন আহত হয়েছে।
উত্তর প্রদেশে ১৫ জন মারা গেছে বলে দুযোর্গ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে।
কর্মকর্তারা জানান, বেশির ভাগ মানুষ মারা গেছে বাড়িঘর উপড়ে ও বজ্রপাতে।
বুধবার আবহাওয়া অধিদফতর উত্তর প্রদেশের কিছু অংশে ঝড়ের পূর্বাভাস দিয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে ভারতের কয়েকটি রাজ্যজুড়ে ব্যাপক বজ্রপাতে ১৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন