ভারতে দুই বছর কারাভোগের পর বাংলাদেশী যুবক ফেরত

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোষ্ট সীমান্ত দিয়ে ফরিদ ফকির (২৯) নামে এক যুবককে বিএসএফ বিজিবির কাছে ফেরত দিয়েছে। প্রায় ২ বছর কারাভোগের পর রবিবার বেলা তিনটার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। ফরিদ ফকির গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের আব্দুস সাত্তার ফকিরের ছেলে।

দর্শনা চেকপোষ্ট ইমিগ্রেশন ইনচার্জ এস আই মাহবুবুর রহমান জানান, ২০১৬ সালের ২০ জানুয়ারী সকালে ফরিদ ফকির দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর ওদেশের বিএসএফ এর সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে ভারতীয় পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে বিরামপুর সেন্ট্রাল কারাগারে প্রেরণ করেন। প্রায় ২ বছর কারাভোগের পর আজ রবিবার তাকে ফেরত দিয়েছে বিএসএফ।

এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ শেখ মাহবুবুর রহমান, দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার তোফাজ্জেল হোসেন, হাবিলদার হাবিব। ভারতের পক্ষে ছিলেন গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এসি ভগত সিং, চেকপোষ্ট ইমিগ্রেশন কর্মকর্তা এস আই প্রধান সিং ও এস আই রাতুল কুমার প্রমুখ।

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, ফরিদ ফকিরকে তার পরিবারের লোকদের কাছে হস্তান্তরের জন্য দামুড়হুদা থানায় রাখা হয়েছে।