ভূরুঙ্গামারীতে ৪ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী উপবৃত্তির তালিকা থেকে বাদ পড়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির তালিকা থেকে বাদ পড়েছে। শতভাগ উপবৃত্তির সুবিধাভোগী উপজেলায় শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা থেকে বাদ পড়ার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে একধরণের হতাশা বিরাজ করছে। বাদ পড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আবেদন করছেন।
জানাগেছে, গত বুধবার সমন্বিত উপবৃত্তির ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় দেখা যায় ভূরুঙ্গামারীর বাঁশজানি উচ্চ বিদ্যালয়, মইদাম উচ্চ বিদ্যালয়, সোনাহাট দাখিল মাদ্রাসা ও শিংঝাড় দাখিল মাদ্রাসার একজন শিক্ষার্থীও উপবৃত্তির তালিকাভুক্ত হয়নি। এছাড়া উপজেলার প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেকটিতে শতকরা ৪৫ ভাগের কম সংখ্যক শিক্ষার্থী উপবৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবদুন নূর মুহাম্মদ আল ফিরাজ স্বাক্ষরিত উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভার কার্যবিবরনী সূত্রে জানাগেছে সারা দেশে শতভাগ উপবৃত্তির সুবিধাভোগী যে দশটি উপজেলা রয়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা তার মধ্যে একটি।
মইদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, উপবৃত্তির জন্য বিদ্যালয়ের ৪৭ জন শিক্ষার্থীর তথ্য পাঠানো হয়েছিল। একজন শিক্ষার্থীও উপবৃত্তির তালিকাভুক্ত হয়নি।
বাঁশজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়ছার আলী বলেন, বিদ্যালয়ের ৫১ জন শিক্ষার্থীর তথ্য দেয়া হয়েছিল। উপবৃত্তির তালিকায় একজনেরও নাম নেই।
ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী বলেন, বিদ্যালয়ের দুটি শ্রেনির মোট ১৩৬ জন শিক্ষাথর্ীর তথ্য পাঠানো হয়েছিল কিন্তু উপবৃত্তির তালিকায় মাত্র একজন শিক্ষার্থীর নাম এসেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, উপজেলার বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানিয়েছেন তাদের প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী উপবৃত্তির তালিকা থেকে বাদ পড়েছে। শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনতে তারা আবেদন জমা দিয়েছেন।
কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামছুল আলম বলেন, ভূরুঙ্গামারী শতভাগ উপবৃত্তির সুবিধাভোগী উপজেলা। কোন শিক্ষার্থী উপবৃত্তির তালিকা থেকে বাদ পড়ার কথা নয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেরিতে কিংবা ভুল তথ্য দেওয়ার কারনে অথবা কারিগরি ত্রুটির কারনে শিক্ষার্থীরা উপবৃত্তির তালিকা থেকে বাদ পড়ে থাকতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই বিষয়ে আবেদন করলে তা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে জানানো হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন