ভোলার বোরহানউদ্দিনে শিক্ষার মানোন্নয়নে ডিটিএম হাইস্কুলে অভিভাবক সমাবেশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/IMG_20230920_192320.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বুধবার (২০ সেপ্টেম্বর) ভোলার বোরহানউদ্দিনে ডিটিএম হাইস্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষার সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে পরীক্ষার্থী ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজী।
ডিটিএম হাইস্কুলের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক মো. জাকির হোসেন, কলামিস্ট ডা. গাজী মো. তাহেরুল আলম, সহকারি প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, অভিভাবক মো. মিরাজ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারি শিক্ষক মো. শাহাবুদ্দিন হাওলাদার।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন