ভোলার ৪টি আসনে নৌকার চমক
ভোলা জেলার ৪টি আসনে আবারো নৌকার চমক দেখালেন প্রার্থীরা। নৌকার প্রার্থীদেরকে বে-সরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ভোলা-১ তোফায়েল আহমেদ, ভোলা-২ আলী আজম মুকুল, ভোলা-৩ নুরনবী চৌধুরী শাওন, ভোলা-৪ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
ভোলা -১ সদর আসনে ১১৪ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭৪ হাজার ৮১৪ জন। তার মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য প্রবীণ রাজনীতিবিদ নৌকার প্রার্থী তোফায়েল আহমেদ ১ লাখ ৮৬ হাজার ৭৯৯ ভোট পেয়ে বে-সরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
জাতীয় পার্টির প্রার্থী শাহজাহান মিয়া লাঙ্গল মার্কায় ৫ হাজার ৯ শত ৮০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। জাসদের প্রার্থী ছিদ্দিকুর রহমান মশাল মাকায় পেয়েছেন ৩ হাজার ৮ শত ২১ ভোট। এ আসনে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৬ শত। বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৭ শত ৪৯ টি। প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৯৯ হাজার ৩৪৯টি। ভোটের শতকরা হার ৫৩.১৯%।
ভোলা -২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে ১৩৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৪৪০ জন। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলী আজম মুকুল ১ লাখ ৫৯ হাজার ৩ শত ২৬ টি ভোট পেয়ে বে-সরকারি ভাবে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের আসাদুজ্জামান ডাব প্রতীকে পেয়েছেন ২ হাজার ১ ভোট, জাতীয় পার্টি (জেপি) গজনবী বাই সাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১ শত ৯১ ভোট ও বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) প্রার্থী শাহেনশাহ মোঃ সামসুদ্দিন ফুলের মালা প্রতীকে পেয়েছেন ১৩ শত ১৯ ভোট। এ আসনে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৮৩৭, বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ১ শত ৪৬। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ো৬৭ হাজার ৯ শত ৮৩। ভোটের শতকরা হার ৪৫.৯৭%।
ভোলা -৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ১১৯ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৮১৭ জন। তার মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন ১ লাখ ৭১ হাজার ৯ শত ২৭ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী মেজর অবঃ জসিম উদ্দিন ঈগল মার্কায় ১৭ হাজার ৮ শত ৮৬ ভোট পায়।
জাতীয় পার্টির প্রার্থী মোঃ কামাল উদ্দিন লাঙ্গল মার্কায় পান ১ হাজার ৬ শত ৫৩ ভোট, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মোঃ আলমগীর ডাব মার্কা প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৫ শত ১১ ভোট। এ আসনে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৯ শত ৭৭, বাতিল ভোটের সংখ্যা ১৯ শত ৪ টি। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৮ শত ৮১। ভোটের শতকরা হার ৫৪.১৬%।
ভোলা -৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ১৫৫ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৩ হাজার ৬৮১ জন। তার মধ্যে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ২ লাখ ৪৬ হাজার ৪৭৮ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী মোঃ মিজানুর রহমান লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৪৩ টি। স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ মাথাল মাকায় পেয়েছেন ৪ হাজার ৮ শত ২৮ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মোঃ আলাউদ্দিন আমি প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩ শত ৮৫ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী মোঃ হানিফ সোনালী আঁশ মার্কায় পেয়েছেন ৩ হাজার ২ শত ৭৮ ভোট।
এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ১২ টি। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৭ শত ৭৯টি। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৭শত ৯১। ভোটের শতকরা হার ৫৮.৮০ %।
তবে ভোলা -৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী মেজর অবঃ জসিম উদ্দিন, দুপুর ১২ টার দিকে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভয়ভীতি প্রদর্শন এবং নৌকায় জাল ভোট প্রদানের অভিযোগ এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন।
এ ছাড়া ভোলার ৪টি আসনে সকাল থেকে বিকাল ৪ টা প্রর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন