ভোলায় অসহায় কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য বিতরন
ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (মানবিক সহায়তা) দলিত জনগোষ্ঠীর ও করোনা মোকাবিলায় লকডাউনে কর্ম হারিয়ে, কর্মহীন হয়ে অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরন করা হয়।
আজ (১১জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মাঠে সকল কে সামাজিক দুরুত্ব বজায় রেখে মুখে মাস্ক পরিধান অবস্থায় ৮০ টি পরিবাের মাঝে ১০ কেজি করে চাউল,২ কেজি আলু,১ কেজি মশারির ডাল,১ কেজি লবন সহ ৫ টি করে মাক্স বিতরন করেন উপজেলা প্রশাসন।
খাদ্য বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃমিজানুর রহমান, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ,
আরো উপস্থিত ছিলেন জেলা বিডিইআরএম সভাপতি চন্দ্র মোহন, সাধারণ সম্পাদক স্বপন কুমার দে ও সদর উপজেলা সভাপতি রনজিত চন্দ্র বেপারি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন