দিনাজপুরে ওমেন্স বাইকারদের তত্ত্বাবধানে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

সারদেশের ন্যায় দিনাজপুরে লক-ডাউন অবস্থায় খাদ্য সংকটে থাকা অসহায় -দরিদ্রদের মাঝে নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতা ও ওমেন্স বাইকার”দের তত্ত্বাবধানে ৫ম তম দিনে খাবার বিতরণ ।

বিশ্বের ন্যায় দেশেও করোনা ভাইরাসের আক্রমন থেকে রক্ষা পেতে চলোমান লক ডাউন এ সকল প্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পরা মানুষ খাদ্য সংকটে ভুগছেন তাদের মাঝে উপজেলা নির্বাহি কর্মকর্তা মর্তুজা আল মুঈত এর সার্বিক সহযোগিতা ও দিনাজপুর ওমেন্স বাইক ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সকল সদস্য বৃন্দের তত্ত্বাবধানে দিনাজপুর সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়েনে অসহায় -দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

 
এসময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি লায়লা আরজুমান্দ বানু, সহ-সভাপতি সেতারা বেগম, সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু, যুগ্মসাধারণ সম্পাদক বাবলি আক্তার পিংকি, কোষাধক্ষ্য বিলকিস আরা রহমান, নির্বাহী সদস্য মাহমুদা আক্তার বনানী, শাম্মী, জেসমিন আরা, সবিতা রানী রায় ।

উল্লেখ্য,এই খাবার বিতরণ কার্যক্রম চলোমান লক-ডাউন পর্যন্ত অব্যাহত থাকবে।