ভোলায় আশ্রয়ন প্রকল্প পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ভোলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ২০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, সাবান, মাস্ক ও শুকনো খাবার বিতরণ করেন জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক মামুন আল ফারুক, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান,কাচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম নকীব প্রমুখ।ৎ।
করোনা মহামারীতে কর্মহীন দরিদ্র ক্ষতিগ্রস্ত হয়ে পড়া ওই সকল পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন