ভোলায় কঠোরতায় লগডাউন

ভোলায় সরকারের দেয়া ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ৭ দিনের লকডাউন কঠোর ভাবে পালন করা হচ্ছে।

লগডাউনের প্রথম দিনেই শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া রাস্তাঘাটে লোকজনের তেমন কোনো জনসমাগম দেখা যাচ্ছে না। কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে।

এদিন সকাল থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম আজাদ ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন এর নেতৃত্বে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের কয়েকটি টিম কাজ করে যাচ্ছে। বিনা কারণে যারা ঘর থেকে বাহির হচ্ছেন এবং অবৈধ ভাবে মটরসাইকেল চালকরা বের হচ্ছে তাদের কে আইনের আওতায় আনা হচ্ছে।
এছাড়া রিক্সা বা মটর সাইকেলে ১ জনের বেশি যাতায়াত করতে দেয়া হচ্ছে না। নিত্য প্রয়োজনী দোকান ছারা সকল ধরনের দোকান পাট বন্ধ রয়েছে।