মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুতের ডিজিএমকে হুমকি : থানায় জিডি
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মঠবাড়িয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোতালেব হাওলাদার সহ বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মঠবাড়িয়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হারুন অর রশীদের বিরুদ্ধে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, মঠবাড়িয়া পৌরসভায় সংযোগকৃত ১১টি বিদ্যুৎ মিটারের বিপরীতে এ বছরের এপ্রিল মাস পর্যন্ত ৬২ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। এ পর্যন্ত ১৬ বার পত্র প্রেরনের পরেও বকেয়া বিল পরিশোধ না করায় সর্বশেষ ৯ মে পুনরায় পত্র প্রেরন করা হয়। ১৩/০৫/২০২৪ খ্রি. তারিখ দুপুর ১২টার মধ্যে বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানানো হয়। কিন্তু উক্ত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ১৪ মে সকাল ৮টায় পৌরসভার অফিস ভবনের (হিসাব নং-৫০০/৭০০০) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এতে উত্তেজিত হয়ে ওই দিন সকাল ১০ টায় পৌর নির্বাহী কর্মকর্তা হারুন অর রশীদের নেতৃত্বে বিভিন্ন শ্রেনীর প্রায় ৫০ জন কর্মকর্তা কর্মচারী পুনঃসংযোগের দাবিতে মঠবাড়িয়া জোনাল অফিস ঘেরাও করে।পৌরসভার ১০/১৫ জন কর্মকর্তা – কর্মচারী ডিজিএম এর অফিস কক্ষে প্রবেশ করে এবং ডিজিম মোতালেব হাওলাদারের সাথে অসৌজন্যমূলক আচরণ করে।অফিসে তালা মারা সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। ফলে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীগণ ওই সময়ে নিরাপত্তাহীনতা বোধ করেন।এ সময় বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীগণ নিরবতা পালন না করলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারতো বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
মঠবাড়িয়া থানার সাব ইন্সপেক্টর (এসআই) হাফিজুর রহমান জানান,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন