ময়মনসিংহের নান্দাইলে ডিবি’র অভিযানে ৪শত বস্তা ভারতীয় চিনির ট্রাকসহ আটক-১

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে চোরাচালানকৃত ৪শত বস্তা ভারতীয় চিনি বোঝাই ট্রাকসহ চোরাচালান চক্রের এক (১) সদস্যকে গ্রেফতার করেছে।

পুলিশ সুত্রে জানা যায় গোপন সুত্রে খবর পেয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার-ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর দিকনির্দেশনায় এসআই, মোঃ আব্দুল জলিল, এসআই, আল্লামা ইকবাল কবির সম্রাট সঙ্গীয় অফিসার ফোর্সসহ চোরাচালান চক্রকে আটক করতে অভিযান পরিচালনা করেন। ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন ৪নং চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি বাজারেরর সামনে থেকে বৃহস্পতিবার ১৬ মে বেলা ২ টার দিকে চোরাচালানের মাধ্যমে অবৈধ পথে নিয়ে আসা ৪শ বস্তা ভারতীয় চিনি বুঝাই ট্রাক আটক করেন। এবং চোরাচালানের সাথে জড়িত নেত্রকোনা জেলার সদর থানা এলাকার দুগিয়া গ্রামের জনৈক নুরুল ইসলামের ছেলে চোরাচালান কারবারি মোঃ খাইরুল ইসলাম (২১)কে গ্রেফতার করা হয় ।

ভারতীয় চিনি অবৈধ পথে নিয়ে আসা চোরাচালান চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা জানিয়েছেন।চিনি উদ্ধারের বিষয়ে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।