মঠবাড়িয়ায় মোবাইল কোর্টে অবৈধ জাল জব্দ ও জরিমানা
 
            
                     
                        
       		পিরোজপুর জেলার মঠবাড়িয়া বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মঠবাড়িয়া পৌর শহরের বালুর মাঠে থানা পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তার সহযোগিতায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ জাল বিক্রির অপরাধে ৪ জন ব্যবসায়ীর প্রত্যেককে ১ হাজার টাকা করে ৪ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয় এবং অবৈধ জাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম জানান,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
 
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	