মতিউর রহমানের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ শিক্ষার্থীদের
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে শাহবাগ মোড়কে ঘিরে থাকা সবগুলো সড়কে বেশ যানজট তৈরি হযেছে।
শনিবার (১ এপ্রিল) বেলা ১১টা থেকে দফায় দফায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নিতে থাকে। এসময় শিক্ষার্থীরা প্রথম আলো এবং মতিউর রহমানের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।
এসময় আন্দোলনকারী বলেন, ঢাবির শিক্ষার্থীদের দাবি প্রথম আলোর লাইসেন্স বাতিল করা হোক, একইসঙ্গে অবিলম্বে মতিউর রহমানকে গ্রেপ্তার করা হোক। আমরা শুধু মতিউর রহমান নয়, আজকের এই সমাবেশ থেকে সব হলুদ মিডিয়াকে বার্তা দিতে চাই।
এছাড়া সাধারণ শিক্ষার্থীদের ব্যনারে এটি ছাত্রলীগের আন্দোলন কি না জানতে চাইলে ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী তানভীর মাহতাব বলেন, আজকে আমরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শাহবাগে অবস্থান নিয়েছি, তাই আজকের দিনে আমাদের কোন রাজনৈতিক পরিচয় নেই। দেশবিরোধী যেকোন ষড়যন্ত্রেই ঢাবির শিক্ষার্থীরা আন্দোলন-সংগ্রামে ঝাপিয়ে পড়বে।
উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজ বেলা ১১টায় শাহবাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভের ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতেই ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শাহবাগ অবরোধ করে আন্দোলন শুরু করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন