ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতির দোয়া ও ইফতার মাহফিল

ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পথচলার কিছু দিনে মধ্যে ইফতার মাহফিলের আয়োজন করলো নবগঠিত এ সংগঠনটি। ৩১ মার্চ, ৮ রমজান শুক্রবার বিকালে রাজধানীর সুপ্রিমকোর্ট বার ক্যান্টিনে ইফতারপূর্ব ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলার সাতক্ষীরার ৭টি উপজেলার মধ্যে নানান দিক থেকে এগিয়ে কলারোয়া উপজেলা। এই উপজেলার সন্তান হিসেবে যারা রাজধানী ঢাকায় বসবাস করেন তাদের নিয়ে কিছুদিন আগে প্রতিষ্ঠিত হয় ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতি। ঢাকায় শুধু নিজেদের ঐক্যবদ্ধতা নয়, বরং নাড়ির টান যেখানে সেখানকার সাধারণ অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এ সমিতির অনেক সদস্য। জানান দেন শুধু নিজের পরিবারের কৃতিসন্তান হিসেবে নয়, বরং কলারোয়া উপজেলার কৃতিসন্তান হিসেবে যেনো সৃষ্টিকর্তা স্থান করে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক শামীমুজ্জামান খান বাবু।

জনতা ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার নজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন শওকত হোসেন।

ইফতারপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক আলী আজগর কাঞ্চন, যুগ্ম আহবায়ক নাসরিন সুলতানা ডেইজি, যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহিন, সদস্য সচিব রফিকুর ইসলাম জয়তু, উপদেষ্টা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. মো. ইয়ারুল ইসলাম, উপদেষ্টা বাংলাদেশ হিন্দু কল্যান ট্রাস্টের সচিব দিলিপ কুমার ঘোষ, উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল হাকিম, উপদেষ্টা আহসানিয়া মিশনের ডিজিএম আর.এম ফরহাদ, উপদেষ্টা কাজী আসাদুজ্জামান, উপদেষ্টা শেখ রেজাউল করিম, সাতক্ষীরা- (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি এম খলিলুল্লাহ ঝড়ু, কলারোয়া গভমেন্ট কলেজ এক্স স্টুডেন্ট সোসাইটির ভাইস-প্রেসিডেন্ট আসাদুজ্জামান মিলন প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মাঝে জনতা ব্যাংক লিমিটেডের ডিজিএম মো.রোকনুজ্জামান, রুপালী ব্যাংক লিমিটেডের ডিজিএম কিতাব আলী, স্ট্যন্ডার্ড ব্যাংক লিমিটেডের তাসকিনুর রহমান, সোনালী ব্যাংক লিমিটেডের এজিএম আসাদুজ্জামান, মেঘনা গ্রুপের জিএম নাজমুল হাসান, দৈনিক ইত্তেফাকের সিনিয়র স্টাফ রিপোর্টার সাইদুর রহমান, শেখ এটিএম নুরুল আমিন সোহাগ, জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান সোহাগ, নেহাল উদ্দিন, আবু তারেক, এ্যাড.আব্দুল গফ্ফার, ব্যাংকার আব্দুল মোমিন, মো. রহমত আলি, মফিজুল ইসলামসহ প্রায় দেড় শতাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তাগন সংগঠনটিকে সম্পূর্ন সমাজসেবামুলক, অরাজনৈতিক সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে এই সংগঠনটিকে কলারোয়াবাসির প্রানের সংগঠন হিসাবে দাবি করেন।