মদনে ২ দিন ব্যাপী লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ র্শীষক সেমিনার ও প্রদর্শনী -২০২৩ অনুষ্ঠিত
নেত্রকোনার মদন উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুইদিন ব্যাপি স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ র্শীষক সেমিনার ও প্রদর্শনী -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাস্তবায়নে ছিলেন উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ।
রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে সহকারী কমিশনার( ভূমি) শাহনুর রহমান এর সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আওয়ামী লীগের উপজেলা সভাপতি আঃ কদ্দুছ, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিষয়ে উপর প্রদর্শনী উপস্থাপন করেন এবং আমন্ত্রিত অতিথিরা ঘুরে ঘুরে সকল স্টল পরিদর্শন করেন। মেলায় ১৯ টি ষ্টল বসেছে,এই মেলা শেষ হবে আগামী ১৩ ফেব্রুয়ারী সোমবার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন