‘মন্ত্রী-মিনিস্টাররা হচ্ছে মিছা কথা বলার জন্য’

‘মন্ত্রী-মিনিস্টাররা হচ্ছে তোমাদের (সাংবাদিকদের) কাছে মিছা কথা বলার জন্য’ বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

সচিবালয়ে বুধবার বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ মন্তব্য করেন।

পরিবেশ ও বনমন্ত্রী বলেন, ‘আই অ্যাম প্রাউড, আমি যখনই যে মন্ত্রণালয়ে ছিলাম আই হ্যাভ বিন অ্যাবেল টু ওয়ার্ক উইথ এ ভেরি ব্রিলিয়্যান্ট পিপল। মন্ত্রী-মিনিস্টিররা থাকে বাবা…শুইনা রাইখো।’

তখন সংবাদ সম্মেলনে সরবরাহ করা লিখিত বক্তব্যে চোখ বুলাচ্ছিলেন একজন সাংবাদিক। মন্ত্রীর তার উদ্দেশ্যে বলেন, ‘এই কাগজ পড় কেন তুমি? আমার কথা শোন। ওইটা তো মিছা কথা সব।’ বলেই হেসে ফেলেন মন্ত্রী।

লিখিত বক্তব্যে পরিবেশ উন্নয়নে মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপ ও পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়।

এরপর আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘মন্ত্রী-মিনিস্টাররা হচ্ছে তোমাদের কাছে মিছা কথা বলার জন্য। শুধু বাংলাদেশ না, পৃথিবীর সমস্ত দেশই চালায় আমলারা। যত ব্রিলিয়্যান্ট লোক আসবে, যত জ্ঞানী লোক আসবে, যত গুণী লোক আসবে এবং তাদের চাকরি-বাকরির নিশ্চয়তা ও মান-সম্মান দেওয়া হবে সেই দেশ তত বেশি উন্নত হবে।’

কিছুদিন আগে সুন্দরবনে আগুন লাগার বিষয়ে পরিবেশমন্ত্রী বলেন, ‘সুন্দরবনের ঘাসে আগুন লাগছে। আমরা লিখে দিছি, আমি আপনারা বলব না, আমরা কী লিখেছি- সুন্দরবনের গাছে আগুন লেগেছে।’

জাতীয় পার্টির নেতা মঞ্জু বলেন, ‘অ্যাসিভ কি করতে পারছি কি করতে পারিনি, দ্যাটস নট ইম্পট্যান্ট। ইম্পট্যান্ট হল ইমেজ অব দিস মিনিস্ট্রি হ্যাজ ইনক্রিজড। একেবারে পাহাড় সমান হয়ে গেছে তা নয়। কিন্তু কিছু লোকে একটু সম্ভ্রম করে আমাদেরকে।’

তিনি বলেন, ‘আমি মনে করি আগামীতে আমরা যে বিশ্ব পরিবেশ দিবস পালন করতে যাচ্ছি, পৃথিবীর কোন সরকার এটা করে না। ইট ইজ ডিপার্টমেন্টাল ম্যাটার। কেন আমাদের দেশের সরকার প্রধান করেন? টু গিভ দ্য ইম্ফেসিস। পয়সা দেওয়ার চাইতে তার প্রেজেন্সটা ইম্পট্যান্ট। সি হ্যাজ বিন গিভিং ইট সিন্স দ্য বার্থ অব দিস মিনিস্ট্রি।’

মন্ত্রী বলেন, ‘এজন্য সি ডিজার্ভ এ থ্যাঙ্কস। এতে কোন সন্দেহ নেই। এটা আমি চামচাগিরি করার জন্য বলতেছি না। দালালী করার জন্য বলতেছি না। আমার জীবনে দালালী করার প্রয়োজন আছে বলেও মনে করি না। আই হ্যাভ বিন গিভেন গড মোর দ্যান আই ডিজার্ভ।’