ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব সাদাছড়ি দিবস উদযাপন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/IMG20231024124106_01-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে গৌরীপুর রেলওয়ে স্টেশন চত্বরে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য ও প্রতিবন্ধীদের হাতে সাদাছড়ি তুলে দেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইউব আলী হাওলাদারের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: রিপন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ সহকারি মো: সালাহউদ্দিন সোহেল, পৌরসভার কাউন্সিলর আব্দুর মোস্তাকিম, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য ফারুক আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর হাতে সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন