ময়মনসিংহের গৌরীপুরে সমাপ্ত হলো উন্নয়ন মেলা
ময়মনসিংহের গৌরীপুরে সমাপ্ত হলো তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে (১৭ সেপ্টেম্বর) হতে শুরু হওয়া উন্নয়ন মেলা আলোচনা সভা ও পুরস্কার বিতরণির মধ্য দিয়ে শেষ হয় (১৯ সেপ্টেম্বর)।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ পাবলিক হলে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আমিন জনি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি।
মেলায় অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি ৪০টি প্রতিষ্ঠানের মধ্যে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে প্রথম স্থান অর্জন করেছে স্থানীয় সরকারের ‘ইউনিয়ন পরিষদ পরিসেবা’, দ্বিতীয় স্থান অর্জন উপজেলা কৃষি অফিস, তৃতীয় স্থান অর্জন করেছে যৌথভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন