ময়মনসিংহে প্রগতিশীল শিক্ষা আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত
ময়মনসিংহে প্রগতিশীল শিক্ষা আন্দোলনের ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) বিকেলে ময়মনসিংহ জেলা উদীচী-মহিলা পরিষদ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যাপক মনীন্দ্র সরকার।
প্রগতিশীল শিক্ষা আন্দোলনের আহবায়ক মোতাহার হোসেনের সভাপতিত্বে ও সদস্য গোলাম হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাঃ প্রদীপ চন্দ্র কর, অধ্যাপক সাব্বির রেজা, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক অনুপ সাদী প্রমুখ।
এ সময় উপস্থিত জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, মহিলা পরিষদের সাবেক সভাপতি ফেরদৌস আরা মাহমুদ হেলেন, সিপিবি জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য আল আমিন আহমেদ জুনসহ ময়মনসিংহের প্রগতিশীল রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে মোতাহার হোসেনকে সভাপতি ও হান্নান কল্লোলকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি দিলরোবা সুলতানা, সহ-সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক তন্ময় পাল, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুল হাসান রুবেল, অর্থ ও দপ্তর সম্পাদক অধ্যাপক সুমন মুন্না, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, আন্দোলন ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পার্থ সারথী উকিল।
সদস্য হিসেবে আছেন- অধ্যাপক সাব্বির রেজা, মনিরা বেগম অনু, ফাহমিদা ইয়াসমিন রুনা, সাবিকুন্নাহার, সত্যরঞ্জন সরকার, আরিফ আহমেদ, হারাধন চক্রবর্তী, মোজাম্মেল হোসেন দুলু, সুমি আক্তার, গোলাম হক, হোসনে আরা বেগম শিল্পী। বাকীদের কো-অপ্ট করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন